Skip to main content
রবীন্দ্র নাথ ঠাকুরের "শাস্তি"
- সময় কাল : ২০০০ - ২০০৪ এর মধ্যে
- প্রধান চরিত্র: ছিদাম , দুখিরাম , চন্দরা , দুখিরামের স্ত্রী (নাম নেই )
- স্থান : রবীন্দ্র নাথ ঠাকুর যেহেতু লেখেননি কোন এলাকার, তাই আমি উত্তরবঙ্গ এলাকাকে ব্যবহার করব, উত্তরবঙ্গ এলাকা এখনো কিছু পুরনো আদি গ্রাম দেখতে পাওয়া যায় (রবীন্দ্র নাথ হয়তো চেয়ে ছিলেন প্রত্যেক বাংলাভাষী এই কাহিনীর সঙ্গে একাত্মতা অনুভব করুক)
- প্রথম দৃশ্য : দুখিরাম (বড় ভাই) ও ছিদাম এর ছেলেবেলার দৃশ্য (এই দৃশ্যটা, এই জন্য দেখানো জরুরী কারণ ছিদাম কেন হটাত টাইপিং এ খন্ডাত্য পাওয়া গেল না স্ত্রী কে ছেড়ে বড় ভাই কে বাঁচানোর জন্য উদগ্রীব হয়ে পড়ল)
- দৃশ্য : চন্দরা আর ছিদাম এর প্রেম (এই পর্যায়ের মাধ্যমে চন্দরা আর ছিদাম এর চরিত্র সম্মন্ধে একটা ধারণা পাওয়া যাবে যেটা খুব জরুরী)
- তৃতীয় দৃশ্য : দুখী রামের সম্মন্ধ বিয়ে ,যার মধ্যস্ততা করবে গ্রামের অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তি রামচরণ চক্রবর্তী (এই পর্যায়ে দুখিরাম এবং তার স্ত্রীর চরিত্র সম্মন্ধে একটা ধারণা দেয়া হবে)
Comments
Post a Comment