নতুন গল্প
অলোক একজন টোটো চালক বয়স ৪০| কিন্তু ওর মুখ দেখে বোঝার উপায় নেই যে ও ৪০ বরং একটু কম বয়েস ই মনে হয়ে ওকে দেখে ২৫ থেকে ৩০ এর মধ্যে লোকে মনে করে|
আজ ভাড়া মেরে মাত্র ১৫০ টাকা আয় হয়েছে ও ভেবে পাচ্ছেনা এই সামান্য টাকা দিয়ে কি করে চালাবে| টোটো টা ওর নিজের নয় দৈনিক ভাড়া দিতে হয় ২৫০ টাকা আর আজকে আয় মাত্র ১৫০ টাকা| কদিন ধরেই শহরে ধর্মঘট চলছে| কি কারণে ধর্মঘট চলছে ওর জানা নেই ও জানার চেষ্টাও করছে না, কারণ এত্তোসব ভাবনা ভাবার অর সময় কোথায় সারা দিনটাই চলেযায় টোটো র দৈনিক টাকা যোগাড় করতে|
Comments
Post a Comment