রবীন্দ্র নাথ ঠাকুরের "শাস্তি"
সময় কাল : ২০০০ - ২০০৪ এর মধ্যে প্রধান চরিত্র : ছিদাম , দুখিরাম , চন্দরা , দুখিরামের স্ত্রী ( নাম নেই ) স্থান : রবীন্দ্র নাথ ঠাকুর যেহেতু লেখেননি কোন এলাকার, তাই আমি উত্তরবঙ্গ এলাকাকে ব্যবহার করব, উত্তরবঙ্গ এলাকা এখনো কিছু পুরনো আদি গ্রাম দেখতে পাওয়া যায় ( রবীন্দ্র নাথ হয়তো চেয়ে ছিলেন প্রত্যেক বাংলাভাষী এই কাহিনীর সঙ্গে একাত্মতা অনুভব করুক ) প্রথম দৃশ্য : দুখিরাম (বড় ভাই) ও ছিদাম এর ছেলেবেলার দৃশ্য (এই দৃশ্যটা, এই জন্য দেখানো জরুরী কারণ ছিদাম কেন হটাত টাইপিং এ খন্ডাত্য পাওয়া গেল না স্ত্রী কে ছেড়ে বড় ভাই কে বাঁচানোর জন্য উদগ্রীব হয়ে পড়ল) দৃশ্য : চন্দরা আর ছিদাম এর প্রেম ( এই পর্যায়ের মাধ্যমে চন্দরা আর ছিদাম এর চরিত্র সম্মন্ধে একটা ধারণা পাওয়া যাবে যেটা খুব জরুরী ) তৃতীয় দৃশ্য : দুখী রামের সম্মন্ধ বিয়ে ,যার মধ্যস্ততা করবে গ্রামের অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তি রামচরণ চক্রবর্তী ( এই পর্যায়ে দুখিরাম এবং তার স্ত্রীর চরিত্র সম্মন্ধে একটা ধারণা দেয়া হ...