Posts

Showing posts from September, 2012
ঠিক দুপুরবেলা বৈশাখ মাসের গরম চাঁদি যেন ফেটে যাচ্ছে ঠিক সেই সময় দূরের একটা মধুর আওয়াজে নরেনের ঝিমুনিটা  কেটে গেল কোনো স্বপ্ন দেখছিল নাকি সে , না স্বপ্ন তো নয় আওয়াজটা তো ও  এখনো শুনতে পাচ্চ্ছে , "হ্যা একদম ঠিক"  নিজের মনেই স্বগোতক্তি করলো একটু  ভেবে পুকুরের দিকে এগিয়ে গেল এখন পরিস্কার শুনতে পাচ্ছে একটা বাঁশি আওয়াজ বাহ খুব সুন্দর যেন খুশিতে ভরে গেল কিন্তু  হটাৎ    নরেন দেখতে পেল রুণু উর্ধসাসে কথাও ছুটে চলেছে, রেনু হলো ওর পাসের বাড়ির মেয়ে। ওর  থেকে ৩ বছরের ছোট। ওকে পাড়ার  সবাই ওকে কালী কালী বলেই ডাকে কেননা ওর গায়ের রং একটু  চাপা কিন্তু ওর মতন সুন্দরী পুরো দেশে আছে কিনা এনিয়ে নরেনের মনে কোনো সন্দেহ নেই, মনে মনে নরেন ওকে জীবনসঙ্গিনী হিসেবেই দেখতে চায় কিন্তু সাহসে কুলিয়ে ওঠেনা কেননা এক তো রেনুর মতন ডানপিটে মেয়ে তারওপর ওদের পরিবার এ তল্লাটে প্রভাবশালী বলেই সকলে জানে রেনুর বাবা এক সময়  নামকরা বারিস্টার ছিলেন। যদিও নরেনের পরিবারের অনেক সুনাম আছে নরেনের ঠাকুদা আর বাবা ওদের লেখা লিখির...